এফবিসিসিআই- এর সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন-এর সাথে বাংলাক্রাফ্ট প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন । প্রতিনিধি দলের পক্ষে জনাব এস. ইউ. হায়দার, সভাপতি, বাংলাক্রাফ্ট নিম্নোক্ত বিষয়গুলো তুলে ধরেন-
১. একই ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত করনে, একাধিক প্রতিষ্ঠানের নামে লাইসেন্স বাতিল ও নুতন কোন লাইসেন্স ইস্যু না করার জন্য অনুরোধ জানানো হয় ।
২. বাংলাক্রাফ্ট-কে এফবিসিসিআই-এর এসোসিয়েশন গ্রুপ থেকে পরিচালক পদে সরাসরি মনোনয়ন দান প্রসঙ্গ ।
৩. সরকারি বাণিজ্য প্রতিনিধি দলে বাংলাক্রাফ্ট সভাপতিকে সফর সঙ্গি হিসাবে অন্তর্ভূক্ত করা প্রসঙ্গ ।
৪. এফবিসিসিআই-এর স্ট্যান্ডিং কমিটিতে হস্তশিল্প সেক্টরে বাংলাক্রাফ্ট সভাপতিকে চেয়ারম্যান পদে মনোনয়ণ দান প্রসঙ্গ ।
এছাড়া স্বার্থ-সংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । সভাপতি মহোদয় মনোযোগ সহকারে প্রতিনিধি দলের বক্তব্য শুনেছেন এবং যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন ।