এসএমই ফাউন্ডেশন- এর সম্মানিত চেয়ারপার্সন জনাব ড. মোঃ মাসুদুর রহমান-এর সাথে বাংলাক্রাফ্ট প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে । প্রতিনিধি দলের পক্ষে বাংলাক্রাফ্ট সভাপতি জনাব এস ইউ হায়দার নিম্নোক্ত বিষয়সমূহে চেয়ারপার্সন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন-
১. এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদে মনোনয়ন ও বাংলাক্রাফ্টকে অধিকতর সুযোগ-সুবিধা দেওয়া প্রসঙ্গে।
২. এসএমই ফাউন্ডেশনে একটি স্থায়ী পণ্য প্রদর্শনী কেন্দ্র স্থাপন প্রসঙ্গে।
৩. কলকাতায় “বাংলাদেশ ফেষ্টিভ্যাল” অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে।
এছাড়া স্বার্থ-সংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । চেয়ারপার্সন মহোদয় মনোযোগ সহকারে প্রতিনিধি দলের কথা শুনেছেন এবং যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন ।