Banglacraft

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI
Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI

কারুপণ্য লিমিটেড-এর অফিস পরিদর্শনে বাংলাক্রাফট প্রতিনিধি দল

বাংলাক্রাফট সভাপতি জনাব এস.ইউ. হায়দার-এর নেতৃত্বে গত ৭ই নভেম্বর, ২০২৩ বাংলাক্রাফট প্রতিনিধি দল দেশের অন্যতম হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান কারুপণ্য লিমিটেড-এর অফিস পরিদর্শন করেন। প্রতিনিধি দলকে স্বাগত জানান জনাব শফিকুল আলম সেলিম, ম্যানেজিং ডিরেক্টর, কারুপণ্য লিমিটেড।
বাংলাক্রাফট প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জনাব জুল হোসেন জনি, জনাব আশরাফুর রহমান, প্রাক্তন সভাপতি ও প্রাক্তন সহ সভাপতি জনাব কাজী শাহাব উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম সেলিম, পরিচালক, বাংলাক্রাফট এবং জনাব মোজাম্মেল হক সোহান, সদস্য, বাংলাক্রাফট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top