জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতে স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বাংলাক্রাফ্ট-এর প্রতিনিধি দল। প্রতিনিধি দলের পক্ষে বাংলাক্রাফ্ট-এর সভাপতি জনাব এস ইউ হায়দার নিম্নোক্ত বিষয়সমূহের প্রতি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন-
১. হস্তশিল্পের রিসার্চ ও ডিজাইন উন্নয়নের জন্য পূর্বাচলে জায়গা বরাদ্দের বিষয়ে প্রস্তাবনা ও আলোচনা ।
২. এসএমই ফাউন্ডেশনের পরিচালক পদে মনোনয়ন ও বাংলাক্রাফ্টকে অধিকতর সুযোগ-সুবিধা দেওয়া প্রসঙ্গে আলোচনা ।
৩. আসন্ন বিজয় দিবস উপলক্ষ্যে “বাংলাদেশ ফেষ্টিভ্যাল” অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে প্রস্তাবনা ।
৪. হস্তশিল্প নীতিমালা-২০১৫ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের ব্যবস্থা প্রসঙ্গে ।
এছাড়া স্বার্থ-সংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । মাননীয় মন্ত্রী মহোদয় মনোযোগ সহকারে প্রতিনিধি দলের বক্তব্য শুনেন এবং যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন ।