Banglacraft

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI
Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI

জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ

জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতে স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বাংলাক্রাফ্‌ট-এর প্রতিনিধি দল। প্রতিনিধি দলের পক্ষে বাংলাক্রাফ্‌ট-এর সভাপতি জনাব এস ইউ হায়দার নিম্নোক্ত বিষয়সমূহের প্রতি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন-
১. হস্তশিল্পের রিসার্চ ও ডিজাইন উন্নয়নের জন্য পূর্বাচলে জায়গা বরাদ্দের বিষয়ে প্রস্তাবনা ও আলোচনা ।
২. এসএমই ফাউন্ডেশনের পরিচালক পদে মনোনয়ন ও বাংলাক্রাফ্‌টকে অধিকতর সুযোগ-সুবিধা দেওয়া প্রসঙ্গে আলোচনা ।
৩. আসন্ন বিজয় দিবস উপলক্ষ্যে “বাংলাদেশ ফেষ্টিভ্যাল” অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে প্রস্তাবনা ।
৪. হস্তশিল্প নীতিমালা-২০১৫ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের ব্যবস্থা প্রসঙ্গে ।
এছাড়া স্বার্থ-সংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । মাননীয় মন্ত্রী মহোদয় মনোযোগ সহকারে প্রতিনিধি দলের বক্তব্য শুনেন এবং যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top