দাপ্তরিক আদেশ
আদিষ্ট হইয়া দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাক্রাফট এর অফিস এবং কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে শনিবার (১০/০৮/২০২৪) তারিখ ও রবিবার (১১/০৮/২০২৪) তারিখ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকিবে। পরিবর্তিত অফিস সময় সকাল ১০:০০ ঘটিকা থেকে ৬:০০ ঘটিকা পর্যন্ত স্বাভাবিক নিয়মে কার্যক্রম চলবে।
সম্মানিত সদস্যদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি।
বিনীত,
মোঃ শাহ জালাল
সচিব, বাংলাক্রাফট