সম্প্রতি বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)-এর প্রতিনিধি দল আন্তর্জাতিক পাট ও হস্তশিল্প বাণিজ্য মেলা-২০২৩ সহ স্বার্থ সংশ্লিষ্ট নানবিধ বিষয়ে আলোচনার জন্য দেশের বাণিজ্যিক রাজধানী চট্রগ্রাম সফর করেছেন। এ সময় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসষ্ট্রি-এর আমন্ত্রণে বাংলাক্রাফট প্রতিনিধি দল চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসষ্ট্রি কর্তৃক আয়োজিত জুট প্রোডাক্টস প্রোডাকশন বিষয়ক ট্রেনিং-এ অংশগ্রহণকারীদের মাঝে ট্রেনিং সমাপণী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন বাংলাক্রাফট সভাপতি, জনাব এস. ইউ. হায়দার। এছাড়া উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসষ্ট্রি- এর নেতৃবৃন্দ এবং বাংলাক্রাফটের প্রাক্তন সভাপতি ও পরিচালক জনাব আশরাফুর রহমান, জনাব জুল হোসেন জনি, কোষাধক্ষ্য, জনাব রফিকুল ইসলাম সেলিম, পরিচালক ও জনাব আবুল কালাম আজাদ, পরিচালক, বাংলাক্রাফট।