রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট) এর যৌথ উদ্যোগে আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর ৪র্থ বাংলাদেশ আন্তর্জাতিক পাট ও হস্তশিল্প বাণিজ্য মেলা ২০২৩ উপলক্ষ্যে বাংলাক্রাফট সভাপতি, জনাব এস. ইউ. হায়দার এর নেতৃত্বে বাংলাক্রাফট পরিচালকবৃন্দের সহিত চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসষ্ট্রি এর সহ-সভাপতি, জনাব এম.এ. মাহাবুব চৌধুরী এর সহিত এক মতবিনিময় সভা গত ১৩ সেপ্টেম্বর (বুধবার) ২০২৩ এ অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলাক্রাফট এর পক্ষে জনাব আশরাফুর রহমান, প্রাক্তন সভাপতি ও পরিচালক; জনাব জুল হোসেন জনি, কোষাধক্ষ্য; জনাব রফিকুল ইসলাম সেলিম, পরিচালক ও জনাব আবুল কালাম আজাদ, পরিচালক সভায় উপস্থিত ছিলেন।