গত ১৬/০১/২৩ তারিখে বাংলাক্রাফট প্রতিনিধি দল বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-এর নিবন্ধিত প্রতিষ্ঠান হওয়ার লক্ষ্যে বিপিসি-এর সমন্বয়কারী জনাব আব্দুর রহিম খান- এর সাথে বিশেষভাবে সাক্ষাৎ করেন । ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে বাংলাক্রাফটকে বিপিসির নিবন্ধিত করে নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন ।