বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশি-এর সাথে সৌজন্য সাক্ষাতে স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বাংলাক্রাফ্ট-এর প্রতিনিধি দল । প্রতিনিধি দলের পক্ষে বাংলাক্রাফ্ট-এর সভাপতি জনাব এস ইউ হায়দার নিম্নোক্ত বিষয়সমূহের প্রতি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন-
১. একই ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত করনে, একাধিক প্রতিষ্ঠানের নামে লাইসেন্স বাতিল ও নুতন কোন লাইসেন্স ইস্যু না করার জন্য অনুরোধ জানানো হয় ।
২. হাতে তৈরী পণ্য রপ্তানীখাতে নগদ সহায়তা পূর্বের ন্যায় ২০% বহাল রাখার সুপারিশ করা হয়েছে ।
৩. বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি) এর নিবন্ধিত প্রতিষ্ঠান হওয়ার জন্য বিশেষভাবে আবেদন জানানো হয় ।
এছাড়া স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । মাননীয় মন্ত্রী মহোদয় মনোযোগ সহকারে প্রতিনিধি দলের সকলের বক্তব্য শুনে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন ।