মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভা গত ২০শে মার্চ ২০২৩ তারিখে গণভবনে অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপস্থিত থেকে বাংলাক্রাফট সভাপতি জনাব এস ইউ হায়দার হস্তশিল্পের বর্তমান অগ্রগতি ও চলমান সমস্যাগুলো মাননীয় প্রধান মন্ত্রীর নিকট তুলে ধরেন । যেমন-নগদ সহায়তা পূর্বের ন্যায় ২০% করা।
আপনারা জেনে আন্দনিত হবেন যে, ইতিমধ্যে উক্ত সভার কার্য বিবরণী প্রকাশিত হয়েছে এবং বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে । কার্য বিবরণীতে প্রস্তাব করা হয়েছে-
১. ‘হস্তশিল্পে নগদ প্রণোদনা পূর্বের ন্যায় ২০% করা যেতে পারে’
২. ‘ঢাকার মধ্যে বাংলাক্রাফটের ডিজাইন এন্ড রিসার্স সেন্টার ভবন নির্মাণের জায়গা বরাদ্দ’
উল্লেখ্যে যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যাতে যথাযথভাবে বাস্তবায়িত করা সম্ভব হয়, সে লক্ষ্যে বাংলাক্রাফটের পরিচালনা পর্ষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।