বাংলাক্রাফট এর সভাপতি জনাব এস.ইউ. হায়দার এর নেতৃত্বে প্রতিনিধি দল গত ১৭ জানুয়ারি, ২০২৪ তারিখে FBCCI এর সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। বাংলাক্রাফট এর সভাপতি এই আলোচনায় FBCCI এর সভাপতিকে বাংলাক্রাফট এর চলমান সমস্যা ও তার সমাধানকল্পে পারস্পারিক আলোচনা করেন ।
উক্ত আলোচনা সভায় সভাপতি মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জনাব জুল হোসেন জনি, নির্বাহী সদস্য জনাব রফিকুল ইসলাম সেলিম, জনাব পীযুষ ভদ্র ও নির্বাহী সদস্য জনাব মোঃ আবু কাউছার ।
FBCCI এর সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল আলম, বাংলাক্রাফট এর কার্যক্রমের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং তিনি বাংলাক্রাফট অফিস পরিদর্শন করবেন ও নবনির্বাচিত মন্ত্রী মহোদয়ের সাথে বৈঠক করবেন বলে আশা প্রদান করেন।