SME Foundation ও বাংলাক্রাফট-এর যৌথ উদ্যোগে বাংলাক্রাফট-এর ২১জন সদস্য উদ্যোক্তার অংশগ্রহণে গত ১৯-২০ নভেম্বর ২০২৩ ‘Digital Marketing for SMEs’ প্রশিক্ষণ আয়োজিত হয়!
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মো. আব্বাস আলী ও বাংলাক্রাফট-এর প্রতিনিধি রফিকুল ইসলাম মিথিল, প্রোগ্রাম ম্যানেজার ও ফরহাদুর রেজা, সহকারী প্রোগ্রাম ম্যানেজার, বাংলাক্রাফট।